Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২৩:১৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:২১

মরদেহ, প্রতীকী ছবি

নরসিংদী: জেলার শেখেরচরে জুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধায় শেখেরচর বাবুরহাটে এই ঘটনা ঘটে।

নিহত মনজুর ইসলাম (২২) পৌলানপুর এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে। আহত বখতিয়ার হোসেন (৪০) মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখেরচর এলাকায় আদিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে মনমালিন্য হচ্ছিল। এসব বিষয় নিয়ে সন্ধায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরই মধ্যে দুপক্ষের উত্তেজনায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনজুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের মধ্যে মনজুর ঘটনাস্থলেই নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে অপর আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

নরসিংদী নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর