Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, ৩ ভুয়া সমন্বয়ক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৩৪

আটক তিন ভুয়া সমন্বয়ক শাহাদত হোসেন, তাহসান হোসেন আকাশ ও জাহিদুল ইসলাম। ছবি: সারাবাংলা।

রাজশাহী: রাজশাহীতে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মী দাবি করে তার কাছ থেকে টাকা আদায়ের সময় তিন ভুয়া সমন্বয়ককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপশহর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পরিত্যাক্ত ভবন থেকে তাদের আটক করা হয়েছে। এর আগে তারা স্থানীয়দের হাতে ধরা পড়েন। ভুক্তভোগী শির্ক্ষাথীর নাম ফাহিম হোসেন জীম। তিনি নগরীর একটি মেসে থাকতেন। তার বাড়ি পবা উপজেলায়। তাকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক ভুয়া সমন্বয়করা হলেন, রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদত হোসেন (২৭)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের জেলার কানসাটে। শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের তাহসান হোসেন আকাশ (২১) সে নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা। বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২০)। তারও বাড়িও নাটোর সদরে। বিভিন্ন এলাকায় মেসে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকিল হোসেন। তিনি জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জীমকে সমন্বয়ক পরিচয়ে নগর ভবনের সামনে থেকে তুলে নিয়ে আসে শাহাদত, আকাশ ও জাহিদুল। এরপর তাদের সাবেক মেয়র এএইচএম খায়রুজামান লিটনের পরিত্যক্ত ভবনে নিয়ে আসে তারা। সেখানে তার কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা চাওয়া হয়। তাকে সেখানে মারধরও করা হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর দেয়। সেখানে গিয়ে খোঁজখবর নেওয়া হলে তারা সমন্বয়ক না বলে জানা যায়। এরপর তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলার প্রস্তুতি চলছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবির বিষয়ে তিনজনকে আটক করে বোয়লিয়া থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগেও সমন্বয় পরিচয় দিয়ে একই ছাত্রের থেকে চাঁদা দাবি করেছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জিম্মি করে চাঁদা দাবি ভুয়া সমন্বয়ক আটক রাজশাহী শিক্ষার্থীকে জিম্মি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর