ইটভাটার আগুনে পুড়ে এসআইর মৃত্যু
১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২১:৫১
বরিশাল: ইটভাটার আগুনে দগ্ধ হওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন।
গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানাধীন রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইট ভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। সে সময় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এসআই মেহেদী হাসান। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।
সারাবাংলা/এসআর