Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা জানা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৭

পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেইসঙ্গে শেখ হাসিনা দেশটিতে কোন বিবেচনায় থাকছেন তা ভারতের বিবেচনাধীন হিসেবে দেখছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এ ছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়।’

ভারতের সঙ্গে সবধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে। ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার সব প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো পাবলিক ডোমেন।’

ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা?- জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘সেটা আমার জানা নেই।’

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিমের দায়িত্ব থাকা পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লার জন্য এগ্রিমো চাওয়া হয়েছে। এগ্রিমো এসেছে কিনা বা কবে নাগাদ দিল্লিতে দূত পাঠাতে পারবে সরকার? জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে।

জবাবে মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা এগ্রিমো চেয়েছি এবং ভারত থেকে এটার উত্তরের জন্য অপেক্ষায় আছি। সাধারণত এগুলোর নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। তবে দুই থেকে চার মাসের মধ্যে হয়ে যায়।’

বিজ্ঞাপন

সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। ভারতীয় দূতকে ডাকার ২৪ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকেও তলব করে ভারত সরকার।

বাংলাদেশ দূতকে ডাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, ‘দুই পক্ষকে ডাকা হয়েছে। এটা একটা বিস্তারিত বিষয়। এটার বিস্তারিত প্রতিবেদন আমার কাছে নাই।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

নাগরিকত্ব ভারত শেখ হাসিনা

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর