রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২১:৫১
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরের একটি বাসায় সালমা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৮ নম্বর গলির মোক্তাকিন মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
সালমা লক্ষ্মীপুর সদর উপজেলার বদরপুর গ্রামের প্রবাসী শাহ আলমের মেয়ে। সে হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সালমা ঢাকার কামরাঙ্গীরচর পুর্বরসুলপুরে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
মৃত সালমার মা রীনা বেগম জানান, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে সালমা। কিছুক্ষণ পর রুমের দরজা বন্ধ করে দেয়। তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখেন মেয়ে ফ্যানে সঙ্গে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্বজনরা স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি স্বজনরা।
সারাবাংলা/এসএসআর/এসআর