Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

স্পেশাল করেসপডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪১

ঢাকা: চার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা দেওয়ায় স্বস্তি রাজনৈতিক দলগুলোর। প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেবে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়ারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কাওরানবাজার জাগ্রত পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় নেতারা বলেন, ‘ঐক্যমত সৃষ্টির পর যেগুলো নির্বাচনের পূর্বে প্রয়োজন সেগুলো সংস্কার করতে হবে। আর যেগুলোতে জনপ্রতিনিধি দরকার সেগুলো নির্বাচনের পর সংস্কার করতে হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের মতামত নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার।’

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, ‘রূপান্তর বা সংস্কার জরুরি। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মতামতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্য দিয়ে জনআকাঙ্ক্ষা পূরণে একধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার।’

জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু হওয়া উচিত। এর বাইরে কোনো সংস্কার না করার পক্ষে আমরা। সামনে একটা ভালো নির্বাচন হবে। তখনই নির্বাচিত সরকার সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেসব প্রস্তাব পেশ করছে সেটা ভালোমত মেরামত করতে পারবে।’

জাগ্রত পার্টির মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ রইল। আর প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

বাংলাদেশ জাগ্রত পার্টি সংস্কার প্রস্তাবনা

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর