নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৩
বরিশাল: বরিশালের গৌরনদীতে সাফওয়ান নামে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় সাফওয়ান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে উপজেলার হোসনাবাদ গ্রামের রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা বারেক শিকদার। ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা রাস্তার পাশে ডোবায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, শিশুর চোখ ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডির ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করবে। তারপর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হবে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে বলা যাবে না।
এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সাফওয়ানের মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছেন।
সারাবাংলা/এসআর