কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’
স্পেশাল করেসপডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩০
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩০
ঢাকা: কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেন, ‘কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিগত ফ্যাসিস্ট রেজিমের পেটুয়া বাহিনীর কাছে নির্মমভাবে নির্যাতনের স্বীকার হয়ে শহিদ হওয়া আবরার ফাহাদ-এর নামে নামকরণ করা হয়েছে।’
সারাবাংলা/এস/এইচআই