‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:২০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩০
ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকায় ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ছয় শিক্ষার্থী ও এক পথচারীসহ সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয় ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২) নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন (২০), অর্থনীতি তৃতীয় বর্ষ ঢাকা কলেজ শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) ও পথচারী মো. বাবুল (৪৮)।
আহত ইভান তাহসিব জানান, বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবি কার্যালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তারা সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য্যের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যাচ্ছিলেন। এসময় হাইকোর্ট এলাকায় আসলে পুলিশী বাধার সম্মিখীন হয়। বাধা অতিক্রম করে যাওয়ার সময় পুলিশ আমাদের উপড় লাঠি চার্জ, জল কামান নিক্ষেপ করে। এতে তারা আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, সাত জন আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
সারাবাংলা/এসএসআর/ইআ