Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ২ মাদক কারবারি বিদেশি মদসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৫:১১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৫:১২

আটক দুই মাদক কারবারি। ছবি: সারাবাংলা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ৬০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ছাতক থানার রামপুর সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর পশ্চিমপাড়ার শাকিল আহমেদ (২০) একই থানার দুর্জাকাপন (আব্রাবাজার) এলাকার কাউসার আহমদ (২৭)।

ছাতক থানার উপ পরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের বহন করা একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

মাদক কারবারি আটক সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর