Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেসির পর বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল’

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ১৩:১০

মেসির পর ইয়ামালকেই সেরা মানেন গাভি

বয়স তার মাত্র ১৭। বার্সেলোনার হয়ে খেলছেন গত মৌসুম থেকেই। এই অল্প সময়ের মাঝে লামিন ইয়ামাল হয়ে উঠেছেন ক্লাবের মূল ভরসা। বার্সা কিংবদন্তি লিওনেল মেসির সাথে তার তুলনাটা হচ্ছে শুরু থেকেই। এবার ইয়ামালের সতীর্থ গাভি বলছেন, মেসির পর ইয়ামালই বিশ্বের সেরা ফুটবলার।

মাত্র ১৬ বছর বয়সেই বার্সা ও স্পেনের হয়ে অভিষেক হয়েছিল ইয়ামালের। তার দুর্দান্ত পারফরম্যান্সেই স্পেন জিতেছিল ইউরো, ইয়ামালও জিতেছিলেন সেরা তরুণ ফুটবলারের খেতাব। বার্সেলোনার হয়ে এবারের মৌসুমে অবিশ্বাস্য ফর্মে আছেন ইয়ামাল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দলকে শিরোপা জেতানোর পর গত রাতে রিয়ালে বেটিসের বিপক্ষেও গোল করেছেন তিনি। সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত ইয়ামালের গোল ৯টি, অ্যাসিস্ট ১৩টি।

বিজ্ঞাপন

ইয়ামালের সাথে মেসির খেলার ধরনের মিল খুঁজে পান বার্সা সমর্থকরা। বেটিসের বিপক্ষে ম্যাচের পর গাভি বলছেন, মেসির পর তার কাছে ইয়ামালই সেরা ফুটবলার, ‘আমার কাছে এই মুহূর্তে ইয়ামালই সেরা ফুটবলার। অবশ্য সেটা মেসির পরে! মেসির পরেই ইয়ামাল।’

গাভির এমন মন্তব্যের পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, তিনিও ইয়ামালকে সেরাই মনে করেন, ‘আপনারা জানেন গাভি একটু বেশি আবেগপ্রবণ। তবে আমিও বলছি, মেসির পর সেই সেরা। এটা সবাই দেখতেই পাচ্ছে। বড় ম্যাচগুলোতে সেটা আরও বেশি প্রকাশ পায়। এই মৌসুমে সে অনেকবারই এটা করে দেখিয়েছে। তবে তার অনেক যত্ন নিতে হবে।’

সারাবাংলা/এফএম

গাভি বার্সেলোনা লামিন ইয়ামাল লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর