শনির আখড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত
১৬ জানুয়ারি ২০২৫ ১১:৩৮
ঢাকা: রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গ্রিন লাইন পরিবহণের একটি বাসের হেলপার ছিলেন।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সেন্টু তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজনের বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মদনপুর।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রাসেল জানান, সুজন গ্রিন লাইন পরিবহণের হেলপার ছিলেন। রাতে শনির আখড়া সেন্টু তেল পাম্পের সামনে তাদের বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন সুজন। তখন একটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ