২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫
২০২১ সালে চোখের জলে বার্সেলোনা ছেড়েছিলেন তিনি। এরপর থেকেই লিওনেল মেসির ‘ঘরে ফেরা’ নিয়ে প্রতি মৌসুমেই স্বপ্ন দেখছেন বার্সা সমর্থকরা। ২০২৫ সালে ঘটতে পারে এই অবিশ্বাস্য ব্যাপারটাই। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, ইন্টার মায়ামি থেকে ধারে বার্সায় ফিরতে পারেন মেসি।
বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন মেসি। সেখানে দুই মৌসুম কাটানোর পর মেসির গন্তব্য ছিল মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। পিএসজি কিংবা মায়ামি, দুই কাবের খেলার সময় মেসি অনেকবারই বলেছেন, ক্যারিয়ারের যেকোনো প্রান্তে গিয়েই বার্সায় ফেরার স্বপ্ন দেখেন তিনি।
মায়ামিতে সময়টা দারুণ কাটছে মেসির। ক্লাবটির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তার। শোনা যাচ্ছে, ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন তিনি। আর এতেই খুলে যাবে তার বার্সায় ফেরার পথ।
মেজর সকার লিগের নিয়ম অনুযায়ী, নিজের দ্বিতীয় মৌসুমে এসে যেকোনো ফুটবলারকে ধারে অন্য ক্লাবে পাঠাতে পারবে ক্লাবগুলো। স্প্যানিশ পত্রিকা এল ন্যাশিওনাল বলছে, এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বার্সা। সামনের মৌসুমের জন্য মেসিকে ফেরাতে মরিয়া কাতালান ক্লাবটি এরই মাঝে আলোচনা শুরু করেছে মায়ামির সাথে, ন্যাশিওনাল জানাচ্ছে এমনটাই।
তবে মেসি ফিরলেও হ্যান্সি ফ্লিকের বর্তমান বার্সায় কীভাবে মানিয়ে নেবেন, কোন পজিশনে খেলবেন; সেসব নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কিছুদিনের মাঝেই মায়ামির সাথে নতুন চুক্তি সম্পন্ন করবেন মেসি, শোনা যাচ্ছে এমনটাই। সেই চুক্তির পরেই পরিষ্কার হবে মেসির বার্সা ফেরার গুঞ্জনটা।
সারাবাংলা/এফএম