Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২২:০৭

বাগেরহাট: সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। এ সময় শিকারিদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে বনের ঘাগরামারী এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা। তাদের দেখে হরিণের মাংস ফেলে চোরা শিকারিরা পালিয়ে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮/১০ শিকারিকে ঘিরে ফেলেন তারা। এ সময় শিকারিরা হরিণের মাংস ফেলে পালিয়ে যায়। পরে পেছন থেকে বনরক্ষীদের ওপর হামলা চালায় শিকারি দল। তখন তাদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বনরক্ষীরা। তবুও তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘শিকারিদের মধ্যে তিনজনকে সনাক্ত করা গেছে। তারা হলেন- শহীদুল ইসলাম, রাকিব হাওলাদার ও শফিক হাওলাদার। তাদের বাড়ি বন সংলগ্ন ঢাংমারীর এলাকার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

বাগেরহাট সুন্দরবন হরিণের মাংস জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর