স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর ৫০০ করার সুপারিশ
১৫ জানুয়ারি ২০২৫ ২১:৫৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০০:০৮
ঢাকা: জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর ১ শতাংশ বাদ দিয়ে ৫০০ করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের এমন সুপারিশ করেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নয় পৃষ্ঠার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে।
নয় পাতার সুপারিশমালার তিন নম্বর পাতায় দুই নম্বর পয়েন্টে ‘সুস্থ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন’ বিষয়ের দুই দশমিক এক নম্বরে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়ে লেখা রয়েছে।
আর এই যোগ্যতা-অযোগ্যতার ‘ঝ’ পয়েন্টে বলা হয়েছে, ‘স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে ৫০০ ভোটারের সম্মতি ক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করা।’
এদিকে, বিভিন্ন দলের সঙ্গে সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে আলোচনার পর অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কার্যক্রম হাতে নেবে বলেও জানানো হয়েছে প্রস্তাবনায়।
সারাবাংলা/এনএল/পিটিএম