Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণ রোধ অভিযান, ৩৮ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০০:০৮

দূষণ রোধ অভিযান

ঢাকা: সারা দেশে পরিবেশ দূষণ বিরোধী অভিযানে ৩৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বায়ুদূষণ, নিষিদ্ধ পলিথিন, জলাশয় ভরাট এবং শব্দ দূষণের বিরুদ্ধে দেশব্যাপী ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৬টি মামলার মাধ্যমে এই অর্থ আদায় করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে রংপুর, বান্দরবান, ঝিনাইদহ ও ঢাকা জেলার আমিন বাজারে পরিচালিত চারটি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে ৩৮ লাখ টাকা জরিমানা আদায়, পাঁচটি ভাটার কাঁচা ইট ধ্বংস, একটি ইটভাটা উচ্ছেদ এবং তিনটি কিলন ভেঙে ফেলা হয়।

এদিকে নগর বায়ুদূষণের বিরুদ্ধে ঢাকার কাজীপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনায়িএকটি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এ ছাড়া, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মাগুরা ও চুয়াডাঙ্গায় দুইটি মোবাইল কোর্ট পরিচালনায় সাতটি মামলার মাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা আদায় ও ১১৪ কেজি পলিথিন জব্দ এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জলাশয় ভরাটের বিরুদ্ধে ফেনী জেলায় পুকুর ভরাট বিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা একটি মামলার মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং পুকুরটি পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়।

শব্দদূষণের বিরুদ্ধে ঢাকার শাহবাগ এলাকায় অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনায় চারটি যানবাহনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এইচআই

দূষণ রোধ অভিযান পরিবেশ দূষণ বিরোধী