বান্দরবানে অপহরণের দশ ঘণ্টা পর মালিকসহ ৭ শ্রমিক উদ্ধার
১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৮
বান্দরবান: অপহরণের দশ ঘণ্টা পর বান্দরবানের লামায় তামাক খামার মালিকসহ সাত শ্রমিক উদ্ধার হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে মারধর করে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। অপর পাঁচজন যৌথবাহিনীর অভিযান তৎপরতায় মুক্ত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে লামা থানার ওসি মুঠোফোনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকার তিনটি তামাক খামার থেকে তাদের অপহরণ করা হয়।
অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ‘পাহাড়ি সন্ত্রাসী বাহিনী’। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর উদ্ধার অভিযান করে। টানা দশ ঘণ্টা যৌথবাহিনী অভিযানে অপহৃতরা উদ্ধার হন।
উদ্ধার হওয়া অপহৃতরা হলেন- খামার মালিক মো. আলেক্স জোহার (৩৫), ছেলে মো. জাভেদ (২৬) শ্রমিক মো. শফি আলম (৩২) মো. সাকিব (১৪) আসাদ (১৮) মো. আবু হানিফ(২১) ও মো. আমিন (৩৫)।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক জানান, যৌথবাহিনীর জোর অভিযানে সন্ত্রাসীরা পাঁচজনকে মুক্ত করে দিয়েছে। এর আগে মারধর করে দুইজনকে ছেড়ে দেয়।
আরও পড়ুন—
বান্দরবানে মালিকসহ ৭ শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি
প্রসঙ্গত: এ নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে লামা সরই ও গজালিয়া তিনটি অপহরণের ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক দুর্গম এলাকার স্থানীয় কয়েকজন কৃষক জানান, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজ পাহাড়ি সশস্ত্র গ্রুপের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীরা নিজেদেরকে জেএসএস (সন্তু) সমর্থিত গ্রুপ বলে দাবি করে।
সারাবাংলা/এসআর