সংসদ নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর সুপারিশ
১৫ জানুয়ারি ২০২৫ ২১:২৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২২:৩৩
ঢাকা: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরকারের কাছে আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাব করেছে। এর মধ্যে নিম্নকক্ষের ৩০০ জনকে একক নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হবে। এ ছাড়া নিম্নকক্ষের ১০০ জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্ধারিত ১০০ নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আগে এই সংখ্যা ছিল ৫০।
নিম্নকক্ষে দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে তাদের মধ্যে উচ্চকক্ষের আসন বণ্টন হবে।
আরও পড়ুন-৪০ শতাংশের কম ভোট পড়লে পুনরায় নির্বাচন
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের এমন সুপারিশ করেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো নয় পৃষ্ঠার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে।
নয় পাতার সুপারিশমালায় ৫ নম্বর পাতায় ৫ নম্বর পয়েন্টে সংসদ নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব’ বিষয়ে লিখা রয়েছে:
(ক) সংসদের (নিম্ন কক্ষ) আসন সংখ্যা ১০০ বাড়িয়ে মোট ৪০০ করা। এই ৪০০ আসনের মধ্যে নারীদের জন্য নির্ধারিত ১০০ আসন ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের বিধান করা, যাতে যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট আসন থেকে নারীদের সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং দ্বৈত প্রতিনিধিত্বের সুযোগ বন্ধ হয়।
সারাবাংলা/এনএল/এইচআই
নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব