Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ কমিশনের

স্পেশাল করেসপডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২১:০৪ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২২:২৫

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে তাদের মেয়াদ চার মাস করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার ( ১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার হাতে সংস্কার প্রস্তাবগুলো তুলে দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা।

আরও পড়ুন-২ বারের বেশি প্রধানমন্ত্রী নয়— সংস্কার কমিশনের সুপারিশ

এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্যন্য প্রস্তাবের মধ্যে আছে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার জন্য আইন সংশোধন করা, একটি স্থায়ী ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন করা। স্থানীয় সরকারের সকল পর্যায়ে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর জন্য আসন সংরক্ষণের বিধান করা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জাতীয় বাজেটের ৩০ শতাংশ বরাদ্দ দেওয়ার বিধান করা।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সরকার পরিচালনায় রুটিন কার্যক্রমের বাইরেও সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও বিধিবিধানের সংস্কার এবং প্রশাসনিক রদবদলের বিধান করা। স্থায়ী ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ কর্তৃক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম চূড়ান্ত করার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও অন্য ২০ জন উপদেষ্টা নিয়োগের বিধান করা।

একব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান যেন না হয় সেই বিধান করা এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার প্রস্তাব করা হয়েছে।

সারাবাংলা/জিএস/ এইচআই

নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর