কারাবন্দি সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩০
চট্টগ্রাম ব্যুরো: দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) প্রেক্ষিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া পৃথক আদালত নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) চট্রগ্রাম মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. নুরুল ইসলাম তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার হোসেন লাবলু সারাবাংলাকে জানান, দুদক আবেদনে উল্লেখ করেছে— চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পরে তদন্তের দায়িত্ব পায় দুদক। এ ছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্যও পেয়েছে দুদক।
এ অবস্থায় তদন্তের স্বার্থে দুদকের পক্ষ থেকে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করা হলে আদালত সেটা মঞ্জুর করেন।
এদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চারটি পৃথক আদালত সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। এসব মামলার শুনানিতে হাজিরের জন্য সকালে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় নদভীকে আদালতে নেওয়া হয়।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং এবং চান্দগাঁও থানার মোট পাঁচটি মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
এর মধ্যে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি মামলার শুনানি হয়েছে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে। এ ছাড়া প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মো. আবু বকর সিদ্দিকের আদালতে ডবলমুরিং থানার একটি, চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে চান্দগাঁও থানার দুইটি এবং ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে কোতোয়ালী থানার একটি মামলার শুনানি হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সাবেক এমপি নদভীর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর চারটি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চারটি পৃথক আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে, গত ১২ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে লোহাগাড়া থানার তিনটি এবং সাতকানিয়া থানার দুইটিসহ মোট পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছিলেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাবেক সংসদ সদস্য নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন তিনি।
সারাবাংলা/আইসি/এইচআই
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী দুদক দেশত্যাগে নিষেধাজ্ঞা