Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় কাস্টমস কর্মকর্তার শাস্তি চান ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

মানববন্ধন। ছবি: সারাবাংলা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহমেদকে লাঞ্ছিত করার প্রতিবাদে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তার শাস্তির দাবি করে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু ও জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম রিঙ্কু।

মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর-এর অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান কর্তৃক ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না পেয়ে সেলিম আহমেদকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় প্রতিবাদে ও অভিযুক্ত কর্মকর্তার শাস্তির দাবিতে তারা মানববন্ধন করেন।

ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি ঘুষ না পেয়ে বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিককে মারধর করা হয়। এ ঘটনার পর থেকে কারখানা বন্ধ করে রাখেন মালিক। কারখানা বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বেকার হয়ে পড়েছেন। তারা পরিবার পরিজন নিয়ে তারা দুর্ভোগে আছেন।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর