‘সহজলভ্য ইন্টারনেট মানুষের অধিকার’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬
চট্টগ্রাম ব্যুরো: সহজলভ্য ইন্টারনেট মানুষের অধিকার বলে জানিয়েছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ নাজিম উদ্দিন।
তিনি বলেন, ‘সহজলভ্য ইন্টারনেট মানুষের অধিকার। প্রয়োজনে টাকা দিয়ে ইন্টারনেটকে সহজভাবে প্রবেশের আওতায় নিয়ে আসতে হবে।’
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার একটি মৌলিক মানবাধিকার; সুযোগ এবং চ্যালেঞ্জ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ।
চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এবারের মেলায় দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা.নেটসহ কয়েকটি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে আছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘স্মার্ট সিটির কথা যে এখন বলা হচ্ছে, তার প্রধানতম বিষয় হচ্ছে, সবখানে ইন্টারনেটটা সহজলভ্য হওয়া প্রয়োজন। যে কোনো স্থানে কানেকটিভিটি এভেইলেবল থাকতে হবে। এটাই স্মার্ট সিটি।’
তিনি বলেন, ‘ইন্টারনেট কানেকশন আমরা সুন্দর করে পেলে অনেক কাজ করা যেত। সাধারণ মানুষ স্মার্ট ফোন ব্যবহার করছে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য। তথ্য প্রযুক্তির যুগে আমরা এখন ইন্টারনেট নির্ভর। ইন্টারনেটের মাধ্যমে আমরা ছোটখাট ইনকাম করতে পারি। যদি ইন্টারনেটটা স্মুথ পাওয়া যায়, তাহলে ছোটখাট ইনকামের মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি।’
ইন্টারনেটের ব্যয় বেশি জানিয়ে উপাচার্য নাজিম উদ্দিন বলেন, ‘চ্যালেঞ্জ হচ্ছে, ইন্টারনেট ব্যয় কমের মধ্যে পাচ্ছি না, ডিভাইসগুলো ভালো পাচ্ছি না। এখানে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আমার ফেসবুকিং, ব্লগিং করার রাইটস আছে। কিন্তু আমরা সেটাকে কতটুকু নীতিগতভাবে রক্ষা করছি। আমাদের সাইবার সিকিউরিটি দরকার। সবাইকে নিজের জায়গা থেকে সৎ হতে হবে, তথ্যপ্রযুক্তি নিয়ে এ সচেতনতার জায়গাটা খুব জরুরি। সবার অংশগ্রহণে একটি সুন্দর, ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠুক।’
আরও পড়ুন- ‘আইএসপিকে সহযোগিতামূলক মডেলে ব্যবসা করতে হবে’
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিউটের চেয়ারম্যান মানজারি আলম বলেন, ‘আইসিটি এখন আমাদের পার্ট অব লাইফ। প্রতিটি মূহুর্তে আমাদের আইসিটির প্রয়োজনীয়তা আছে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমরা আইসিটিকে কাজে লাগাতে পারি। আমাদের জনশক্তি বেশি। সেটা দিয়ে আমরা একটি আইসিটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব। আমাদের সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্যেগ নিতে হবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, ‘ইনফরমেশন যখন প্রয়োজন হয় তখন আমরা আইসিটি ও ইন্টারনেটের ওপর অনেকটাই নির্ভর হয়ে পড়ি। এ দুটোই মানুষের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হয়। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ক্ষেত্রেই। কোনো ইনফরমেশন যাতে মিস ইনফরমেশন না হয়ে যায় সেদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ফেইক ইনফরমেশন হলে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।’
তিনি বলেন, ‘এখন তথ্য প্রযুক্তির যুগ। নতুন প্রজম্মকে এ বিষয়ে ঠিকভাবে ট্রেনিং দেওয়া দরকার। স্বশরীরে না হলেও ভার্চুয়ালি এটা ব্যবস্থা করা উচিত। বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এনালগ সিস্টেমকে কম্পিউটাইরেজ করছে। সিটি করপোরেশন অনেক নাগরিক সেবা দিয়ে থাকে। আমরা ইন্ড্রাস্টিগুলোর ক্যালিভার এখনও সেভাবে আপগ্রেড করতে পারি।নি। বহিঃবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের আপগ্রেড হতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি স্কুলের সহকারী শিক্ষক মো. ইমরান।
আরও পড়ুন- পর্দা উঠলো ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার’র
সারাবাংলা/আইসি/ইআ
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইসিটি ফেয়ার ড. মোহাম্মদ নাজিম উদ্দিন