Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদিবাসী শিক্ষার্থী ও ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৯

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মতিঝিলে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার সঙ্গে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ ১০ আদিবাসী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মতিঝিল এনসিটিবি সংলগ্ন মেট্রোরেলের নিচে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রেষ্ঠা রূপাইয়া (২৪), ইসাবা শুহরাত (২৫), রেং ইয়ং ম্রো (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেত্রা (২৮), অনন্ত ধামায় (৩৫), জুয়েল মারাক (৩৫), শৈলী (২৭), দনওয়াই ম্রো (২৪) ও তনিচিরাং (৩০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, ১০ জন আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দ বাদ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। চিত্রকর্মটি পুর্নবহালের জন্য আদিবাসী ছাত্র জনতা এনসিটিবি ঘেরাও করতে গেলে এই সংঘর্ষ হয়।

সারাবাংলা/এসএসআর/এমপি

আদিবাসী সংঘর্ষ

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর