২৪ ঘণ্টার মাঝেই অবসর থেকে ফিরলেন পাকিস্তানের ইহসানুল্লাহ
১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৫৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৭
বয়স তার মাত্র ২২। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন খুব বেশিদিন হলো নয়। পাকিস্তান পেসার ইহসানুল্লাহ এই অল্প বয়সেই ঘটালেন অদ্ভুত এক কাণ্ড। এবারের পিএসএলে দল না পেয়ে ২২ বছর বয়সেই এই টুর্নামেন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ২৪ ঘণ্টা না পেরোতেই অবশ্য অবসর ভেঙে ফিরেছেন এই তরুণ পেসার!
পিএসএলের ৮ম আসর দিয়ে এই টুর্নামেন্টে অভিষেক হয় ইহসানুল্লাহর। সেবার মুলতান সুলতানসের হয়ে ৭.৫৯ ইকোনমিতে ২২ উইকেট নিয়েছিলেন ইহসানুল্লাহ। দারুণ এই পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ডাক পান তিনি। পাকিস্তানের হয়ে খুব বেশিদিন টানা খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে লম্বা একটা সময় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে তাকে। ইনজুরি থেকে ফিরলেও আগের সেই ফর্মে ফিরে যেতে পারেননি তিনি।
১৩ জানুয়ারি হয়ে যাওয়া পিএসএলের এবারের প্লেয়ার্স ড্রাফটে ইহসানুল্লাহকে দলে ভেড়ায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই। দল না পেয়ে নিলামের পরের দিনই পিএসএল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তবে অবসরের ঘোষণার একদিন না পেরোতেই নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন ইহসানুল্লাহ।
ইহসানুল্লাহ বলছেন, আবেগের বশেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি, ‘আমার পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আমি আবেগের বশেই ওই বক্তব্য দিয়েছিলাম। যখন পিএসএলে দল পেলাম না, তখন আমার বন্ধু ও পরিবারের সবাই অনেক কথা বলেছে। ওই মুহূর্তের আবেগেই আমি অবসরের ঘোষণাটা দিয়েছিলাম। আমার বক্তব্যও ভুলভাবে প্রচার করা হয়েছে।’
সারাবাংলা/এফএম