Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী মোশাররফকে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১১:৪৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৩০

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে দায়ের করা ৮ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে পুলিশের দাখিল করা তিনটি আবেদনের ওপর আলাদাভাবে শুনানি শেষে চট্টগ্রামের তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানার আটটি মামলায় মোশাররফকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

এর মধ্যে পাঁচটি মামলায় মোশাররফকে গ্রেফতার দেখানোর শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে।

দুটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে ও অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।

এর আগে, সকালে মোশাররফ হোসেনকে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মোশাররফের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে আদালতের আদেশের পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরডি/এমপি

আওয়ামী লীগ গ্রেফতার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বিজ্ঞাপন

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর