Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ক্যানসার আক্রান্ত নারীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১১:৫৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮

খবর পেয়ে পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ক্যানসার আক্রান্ত লায়লা আরজু (৬২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লায়লা আরজু রাথুরা গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বের হন। সকাল পৌনে ৮টার দিকে বাসায় এসে তার স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/ইআ

ক্যান্সার আক্রান্ত মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর