Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১০:৪২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:০৭

গ্রেফতার মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার দুইজন হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তল্লাশিতে নিয়োজিত পাঁচজন পুলিশ সদস্যের ওপর তারা চড়াও হন। এ সময় পুলিশ সম্পর্কে চিৎকার করে বিভিন্ন নেতিবাচক কথা বলতে শোনা যায় তাদের। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের আঘাত করেন।

এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, হামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তরা হলেন- চান্দগাঁও থানার এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

ওসি আরও জানান, হামলার পর দুইজনকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর