Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝরাতে সেন্টমার্টিনে আগুন, পুড়ে ছাই ২ ইকো রিসোর্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ১০:০৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:০৭

মধ্যরাতে সেন্টমার্টিনের রিসোর্টে আগুন। ছবি: সারাবাংলা

কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গলাচিপা এলাকার বীচ ভ্যালী এবং কিংশুক ইকো রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে সাইরী ইকো রিসোর্টের রিসিপশনের মাল্টিপ্লাগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী আবদুল মালেক।

কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও পুরো রিসোর্টটি পুড়ে যায়। পরে আগুন পাশের কিংশুক ইকো রিসোর্টেও ছড়িয়ে পড়ে এবং এটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়।

দ্বীপের স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং যৌথ বাহিনির দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই দুইটি রিসোর্ট ধ্বংস হয়ে যায়। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।

কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার আহমেদ বলেন, ‘আমি আমার স্ত্রী ও ছোট বাচ্চাদের নিয়ে বহুদিন পর সেন্টমার্টিনে এসেছি। কিন্তু তাদের সামনেই আমার স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে গেল। আমার সবকিছু শেষ হয়ে গেছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্টমার্টিনের এই অগ্নিকাণ্ডে স্থানীয় পর্যটনশিল্পে বড় ধরণের প্রভাব পড়তে পারে। ক্ষতিগ্রস্ত রিসোর্ট মালিকরা প্রশাসনের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।’

তিনি আরও বলেন, এই ঘটনায় রিসোর্ট মালিকদের পাশাপাশি দ্বীপের পর্যটন ব্যবসায় জড়িত সবাই উদ্বিগ্ন। দ্বীপের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আগুন কক্সবাজার রিসোর্ট সেন্টমার্টিন

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর