উইজডেনের বর্ষসেরা একাদশে তাসকিন
১৫ জানুয়ারি ২০২৫ ০৯:০৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১১:০০
২০২৪ সালটা বল হাতে দারুণ কেটেছে তার। বাংলাদেশের জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করা তাসকিন আহমেদ জায়গা করে নিয়েছিলেন ইএসপিএনের বর্ষসেরা একাদশে। এবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা একাদশেও নাম লেখালেন এই পেসার।
বছরজুড়েই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ধারাবাহিক পারফর্ম করে গেছেন তাসকিন। ২০২৪ সালে তাসকিন খেলেছেন তিনটি ওয়ানডে সিরিজ। শ্রীলংকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট ৭ ম্যাচে ২৩.৯ গড়ে তাসকিন নিয়েছেন ১৪ উইকেট।
গত নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ৫৩ রানে ৪ উইকেট গত বছরে তাসকিনের সেরা বোলিং ফিগার। ম্যাচে ৩ উইকেট নিয়েছেন আরও দুইবার, দুটিই বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে সিরিজে।
উইজডেনের একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তাসকিন। একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন শ্রীলংকা থেকে। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে আছেন দুজন করে ক্রিকেটার। ইংল্যান্ড থেকে আছেন একজন। ভারত ও অস্ট্রেলিয়া থেকে কেউ এই একাদশে স্থান পাননি।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম ঘাজানফার, তাসকিন আহমেদ।
সারাবাংলা/এফএম