ছবির গল্প
সাকরাইন উৎসব
১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৩০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১১:১৭
কেউ বলে থাকেন সাকরাইন, কেউ পৌষ সংক্রান্তি। কারণ, পৌষের শেষ দিনে পুরান ঢাকার মানুষ এই আয়োজন করে থাকে। শীতের মাঝামাঝি সময়ে এই দিনটিকে ঘিরে সবাই উৎসবে মাতে। এদিন সনাতন ধর্মাবলম্বীরা পূজাও করেন। রাজধানীর পুরান ঢাকায় দিনটিতে সাকরাইন উৎসব পালিত হয়। দিনভর হরেক রংয়ের ঘুড়িতে ছেয়ে থাকে পুরান ঢাকার আকাশ। একেকটা ঘুড়ির নকশা একেকরকম। কখনো কখনো সুতোয় সুতোয় কাটাকাটিতে ঘুড়ি হয়ে যায় ভোকাট্টা। নাটাই হাতে দিনভর এক ছাদ থেকে আরেক ছাদে লাফালাফি। আর সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রং-বেরংয়ের ফানুস উড়িয়ে উদযাপন করা হয় সাকরাইনের উৎসব। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শাঁখারীবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলো সাকরাইনের দিন প্রাণ ফিরে পায়। সেই প্রাণ ফিরে পাওয়া উৎসবের কিছু ছবি ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম