‘৫ বছরের বেশি গায়ের জোরে ক্ষমতায় থাকা উচিত নয়’
স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ২৩:২৯
১৪ জানুয়ারি ২০২৫ ২৩:২৯
ঢাকা: কোনো সরকারেরই পাঁচ বছরের বেশি গায়ের জোরে ক্ষমতায় থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, সব সরকারেরই অন্তর্বর্তী সরকার হওয়া উচিত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে ‘প্রবাস মেলা’ পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা শেষে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা শারমীন বলেন, ‘৭১ ও ২৪ এ মাত্রা ভিন্ন হলেও প্রবাসীরা চব্বিশের আন্দোলনেও ভূমিকা রেখেছে।’
এ সময় ‘প্রবাস মেলা’ পত্রিকার প্রয়াস ও বিস্তার ছড়িয়ে পড়ার আশাও প্রকাশ করেন তিনি।
সারাবাংলা/এফএন/এইচআই