‘জনগণের কল্যাণে রাজনীতি না করলে পরিণতি হবে শেখ হাসিনার মতো’
১৪ জানুয়ারি ২০২৫ ২১:৪২
ঢাকা: জনগণের কল্যাণে রাজনীতি না করে পরিণতি হবে শেখ হাসিনার মতো— এমনটিই মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল আলম মজনু বলেন, ‘জনগণের ওপর রাজত্ব নয়, জনগণের কল্যাণেই রাজনীতিবিদদের কাজ করতে হবে। না হলে শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। চব্বিশ আমাদের জন্য একটি উদাহরণ। এই উদাহরণ সকলকে মনে রাখতে হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার একে একে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আজ এই ধ্বংস স্তুপের ওপর দাঁড়িয়ে আমাদেরকে ভবিষ্যৎ আর্ত-সামাজিক ও রাজনৈতিক সংস্কারের কথা ভাবতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা আমাদের এই ধ্বংসস্তুপ থেকে মুক্তির পথ দেখাবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন, কলাবাগান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই