Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপিজি
১২ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়লো ৪ টাকা

স্পেশাল করেসপডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ২০:০৮ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২৩:১৭

এলপি গ্যাস। ছবি সংগৃহীত

ঢাকা: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজির প্রতি সিলিন্ডারে ৪ টাকা দাম বাড়িয়ে নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ থেকেই কার্যকর হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেয় বিইআরসি। ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা, যা মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকা।

বিজ্ঞাপন

এ ছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মুসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ২৭ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৭৮ পয়সা।

এলপিজির ওপর মূল্য সংযোজন করের (মুসক) হার পরিবর্তনের ফলে এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

সারাবাংলা/জেআর/ এইচআই

এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর