Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২০:৫৯

সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি: সংগৃহীত

কক্সবাজার: খুলনার কেসিসির সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে ঘটনার পাঁচদিন পর গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। গ্রেফতারদের মধ্যে হোটেল অবস্থানকারি সঙ্গীয় একজন নারীও রয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে গ্রেফতার তিনজনেরই বাড়ি খুলনায় বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‘ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান চালায়।’

তিনি যোগ করেন, ‘এক পর্যায়ে সোমবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে কক্সবাজার ঘুরতে আসা নারীসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘গ্রেফতার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এদের মধ্যে জনৈক নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়া গ্রেফতার অপর দুইজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে।’

গ্রেফতারদের মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে এবং বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত অবহিত করা হবে বলে জানান মুহাম্মদ রহমত উল্লাহ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দূর্বৃত্তরা খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় র‌্যাব টিপুর সঙ্গে বেড়াতে আসা কেসিসির আরেক সাবেক কাউন্সিলর শেখ ইফতেখার হাসান সালু ও কক্সবাজারের বন্ধু মেজবাহ উল্লাহ ভূট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। এখনো তাদের রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য করেননি আদালত।

সারাবাংলা/এমপি

গোলাম রব্বানী টিপু গ্রেফতার হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর