Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধ থাকলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৯:১২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২১:০০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আলেম-ওলামাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না। তারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় চরমোনাই পীর বলেন, ‘সাড়া দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। তার পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানদের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে। আলিয়া হোক বা কওমী হোক সকল মাদরাসার আলেমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের শক্তি কমে যাবে। আমরা কাজ করতে পারবো না। অন্যেরা আমাদের থেকে এগিয়ে যাবে।’

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মানুষ কখনই মাস্টারমাইন্ড হতে পারে না। মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা। ৫ আগস্ট সে ঘটনা হয়েছে। ফেরাউনের মত নির্যাতনকারী, অত্যাচারী হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে সেটা করিয়েছেন। বাংলাদেশের আলেম সমাজ যেটা করবে, যেটা চাইবে সেটাই হবে ইনশাআল্লাহ। সকলকে আলেম-ওলামার সঙ্গে এক হয়ে কাজ করতে হবে। আলেমদের মতামতকে গুরুত্ব দিতে হবে।’

বিজ্ঞাপন

প্রধান অতিথি আরও বলেন, ‘মাদরাসা শিক্ষাকে অথবা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। মাদরাসা শিক্ষার সঙ্গে উগ্রবাদ-জঙ্গীবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকার যে শক্তি সেটা অতীতে প্রমাণ হয়েছে। আমাদেরকে তার মধ্যেই থাকতে হবে। আগামী দিনের ক্ষমতার কথা বিবেচনা করতে হবে। মাদরাসা শিক্ষার জন্য সরকারের সঙ্গে থেকে কাজ করে যেতে হবে। সরকারকে কোনো বিষয়ে বিব্রত করা যাবে না। সব আলেম-ওলামার সমন্বয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করব। আমরা ইসলাম বিদ্বেষী কোনো কাজে সংশ্লিষ্ট থাকব না। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কাজ করব।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

এ ছাড়াও সকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদরাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

সারাবাংলা/এইচআই

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর