Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় মাসে ১৮ শতাংশ এডিপি বাস্তবায়ন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২১:০০

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২২ দশমিক ৪৮ শতাংশ। গত কয়েক বছরের মধ্যে এডিপির বাস্তবায়ন নিম্ন পর্যায়ে রয়েছে এখন।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এটি প্রকাশ করা হয়।

আইএমইডি বলেছে, চলতি অর্খবছর এডিপিতে মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদশিক সহায়তা ১ লাখ কোটি টাকা এববাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে গত ৬ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৫০ হাজার ২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৬১ হাজার ৭৪০ কোটি টাকা।

প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে ৬ মাসে খরচ হয়েছিল ৬০ হাজার ২৪৯ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছওর ৫৬ হাজার ৯৬২ কোটি এবং ২০২০-২১ অর্থবছরে ৫১ হাজার ২৬৬ কোটি টাকা খরচ হয়েছিল।

চলতি অর্থ বছরের ৬ মাসে এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা অর্থাৎ ১০ শতাংশের নিচে বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, সেতু বিভাগ,স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আরো আছে, বাণিজ্য মন্ত্রণালয়,ভূমি মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

বিজ্ঞাপন

এদিকে এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা ৫০ শতাংশের উপরে বাস্তবায়ন করা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ।

সারাবাংলা/জেজে/আরএস

এডিপি

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর