Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:০৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলামকে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাদিউজ্জামান শেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের সোনাউল্লাহর ছেলে মো. এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মো. নজরুল ইসলাম, হেমায়েপুরের মৃত নাছির উদ্দিনের ছেলে মো. আবুল হাসেম, জয়গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. হাসান আলী।

মামলা সুত্রে জানা যায়, গত ২০১৮ সালের (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করার উদ্দ্যেশে যান। পরে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বাড়াবিল বড় ব্রীজের পাশে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় আসামিরা মোটরসাইকেলে এসে আশরাফুল ইসলামকে পিস্তল মাথায় ঠেকিয়ে কিলঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আসামিদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে.এম রাকিবুল হুদা আসামিদেরকে হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর