নজরকাড়া উদ্ভাবন খুলনার খুদে বিজ্ঞানীদের
১৪ জানুয়ারি ২০২৫ ১৭:০৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৫
খুলনা: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে খুলনার রূপসা উপজেলা পরিষদ চত্বরে চলছে দু’দিন ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ এবং ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা। এ বছর ৩৩টি স্টলে শিক্ষার্থীরা মেলায় অংশ গ্রহণ করেছে।
সরেজমিনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্টলগুলো ঘুরে দেখা গিয়েছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় অংশ নিয়েছে। তাদের সঙ্গে শিক্ষকরাও উপস্থিত ছিলেন। রূপসা উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
কথা হয় চাঁদপুর কলেজের শিক্ষার্থী শুভেচ্ছা বৈরাগীর সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমি অডিনো রাডার প্রজেক্ট নিয়ে মেলায় অংশ গ্রহণ করেছি। এ প্রজেক্টের কাজ হচ্ছে বাড়ি অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া যদি কোন শত্রুদেশ মিসাইল ব্যবহার করে আক্রমণ করে। তাহলে কত কিলোমিটার দূরে আছে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সে সকল তথ্য সাথে সাথে ডিভাইসটি ল্যাপটপে সিগন্যাল পাঠিয়ে জানিয়ে দিবে।’
তিনি আরও বলেন, ‘এমন একটি চিন্তা অনেক আগে থেকেই মাথায় ছিল। ডিভাইসটি তৈরি করতে আমার অনেক দিন সময় লেগেছে। এই প্রজেক্ট সফল করতে বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সহযোগিতা করেছেন।’
শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টলটিতে গিয়ে কথা হয় শিক্ষার্থী রাজ রায়ের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা চেষ্টা করেছি সাশ্রয়ী ও বিকল্প গ্যাস তৈরি করতে। বর্তমান সময়ে জ্বালানি গ্যাসের দাম অনেক বেশি। বিষয়টি চিন্তা করে বিকল্প জ্বালানি গ্যাস তৈরি করেছি।’
তিনি বলেন, ‘একটা ড্রাম নিয়েছি। সেই সাথে দুইটা পট নিয়েছি। একটা পটে অকটেন ও অপরটিতে পানির ব্যবহার করেছি। পাইপ একটি ড্রামের ভিতরে ও অপরটি বোতলের সঙ্গে সংযোগ করে দিয়েছি। ড্রামটি বাতাস দ্বারা পূর্ণ করেছি। এর একটি সংযোগ চুলার সঙ্গে রয়েছে। এ ভাবেই আমরা সাশ্রয়ী ও বিকল্প জ্বালানি তৈরি করেছি। গ্যাসের খরচের তুলনায় এইপদ্ধতি ব্যবহারে খরচ অনেক কম।’
কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থী মাহেবি আক্তার সারাবাংলাকে বলেন, ‘আমরা যে প্রকল্পটি তৈরি করেছি। এই প্রকল্পের নাম হচ্ছে অ্যালার্ট সিস্টেম এন্ড স্মার্ট হোম। আমাদের এই প্রজেক্টটিতে ছয়টি স্মার্ট সুবিধা রয়েছে। প্রথমেই রয়েছে ডোর এলার্ম সিস্টেম। এই সিস্টেম যদি আমরা বাড়িতে ব্যবহার করি তাহলে চুরির মত অনেক দূর্ঘটনা আমরা মোকাবেলা করতে পারবো। এই সিস্টেম চালু থাকা অবস্থায় যদি কেউ খোলার চেষ্টা করে সাথে সাথেই ডিভাইসটি ভিতরের লোকদের জানিয়ে দেবে। এরপর রয়েছে ফায়ার এলার্ম সিস্টেম। যদি ঘরে কোথাও আগুন ধরে তাহলে সেটি আমাদের জানিয়ে দিবে। এছাড়া ঘরের ভিতর কোনো ধরনের রাসায়নিক ব্যবহার ছাড়াই মশা নিধনের ব্যবস্থা রয়েছে। এছাড়া বৃষ্টি, ভূমিকম্প হলে জানিয়ে দিবে এমন ব্যবস্থাও ঘরটিতে রয়েছে।’
নবীননগর ইসলামিক মিশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লামীয়া ইসলাম তমা সারাবাংলাকে বলেন, ‘আমাদের এই প্রজেক্টটি হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রি। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে কালো ধোয়া উৎপন্ন হয়। সেই কালো ধোয়া ফোর লেয়ারের মাধ্যমে ফিল্টারিং করা হয়। যাতে সেই কালো ধোয়া সাদা ধোয়ায় পরিনত হয়। কালো ধোয়া মানবদেহের জন্য ক্ষতিকর। তবে সাদা ধোয়া ক্ষতিকর নয়।’
নৈহাটি ইউনিয়নের কামরুল মোল্লা সারাবাংলাকে বলেন, ‘আমার ছোট ছেলেকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। এখানে এসে নিজের কাছেও খুব ভালো লাগছে। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেলায় অংশ নিয়েছে। তারা তাদের স্টল গুলোতে বিভিন্ন জিনিস তৈরি করে নিয়ে এসেছে। আমরা এই উপজেলার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গর্ববোধ করি।’
কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা শাহানা বেনজির সারাবাংলাকে বলেন, ‘আমাদের মেয়েরা যে প্রজেক্টেটি করেছে, এর পুরোটা কৃতিত্বই আমাদের মেয়েদের। ওদের অদম্য ইচ্ছা শক্তি আমাদের উদ্বুদ্ধ করেছে। এছাড়া মেলায় অংশ নেওয়া অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও নিজেদের মেধা খাটিয়ে অনেক ভালো ভালো প্রজেক্ট তৈরি করে নিয়ে এসেছে।’
রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু সারাবাংলাকে বলেন, ‘শান্তিপূর্ণ ভাবে তারুণ্যের উৎসব-২০২৫ এবং ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রজেক্ট নিয়ে মেলায় অংশ নিয়েছে।
সারাবাংলা/এনজে