Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের টাকাসহ ধরা পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৩

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক হোসেনকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাসপোর্ট আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, জর্দান প্রবাসী মিরানা মাহাজাবিন সরকার পার্টপোর্ট নবায়নের জন্য পাসপোর্ট কার্যালয়ে আবেদন জমা দেন। পরে ওই কর্মকর্তা আবেদনের ভুল সংশোধন করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই ঘুষের টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করে দুদক।

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক বিষয়টি স্বীকার করে বলেন, এক নারীর সঙ্গে পাসপোর্ট সংশোধন করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তবে এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।

সারাবাংলা/এইচআই

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর