বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:০০
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:০০
বগুড়া: জেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিরঞ্জন চন্দ্র সরকার (৬০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাতে বগুড়া বাইপাস সড়কের তেলিরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিরঞ্জন রাতে তার ট্রাক একটি ওয়ার্কসপে কাজ করাচ্ছিলেন। রাত ৯টা দিকে তিনি খাবারের জন্য রাস্তার অন্য পাশের হোটেল যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি কোচ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। সেখানে থেকে উদ্ধার করে ‘বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে’ নেওয়ার আগেই তিনি মারা যান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এইচআই