Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবককে শ্বাসরোধে খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭

নিহত যুবক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের ধারণা অনলাইনে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর কলাউজানে লালামার ঘাট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

খুনের শিকার মো. জাহেদ (২০) লোহাগাড়ার রসুলাবাদ পাড়ার কোরবান আলীর ছেলে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান সারাবাংলাকে বলেন, ‘সকালে আমরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সে অনলাইনে জুয়া খেলতো বলে আমরা জানতে পেরেছি। জুয়া খেলার টাকা নিয়ে তার বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ইমন নামে তার এক বন্ধুকে আমরা আটক করেছি। তার কথাবার্তা আমরা কিছু অসংলগ্ন পাচ্ছি। এ বিষয়ে আমরা তদন্ত করছি।’

হত্যার ঘটনায় জাহেদের পরিবার থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

চট্টগ্রাম শ্বাসরোধে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর