Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে ফেরা হলো না রাবি শিক্ষকের

রাবি করেসপনডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১০:৪৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:১৩

রাবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার। ছবি: সংগৃহীত

রাজশাহী: মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার। কিন্তু মেয়েকে নিয়ে বাসায় ফিরতে পারেননি তিনি। পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমালেন।

সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে নগরীর ছোটবনগ্রাম বারো রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় ড. পুরনজিত মহালদারের মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে রাখা হয়। সেখানে তার বন্ধু, শুভানুধ্যায়ী, সহকর্মী, শিক্ষার্থীরা তাকে শেষ বিদায় জানান। সেখান থেকে তার মরদেহ গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায় নেওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সারাবাংলা/পিটিএম

অধ্যাপক ড. পুরনজিত মহালদার টপ নিউজ মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর