Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

রাবি করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২৩:০৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভালো-মন্দ মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলছে। একটা ভালো খবর, অনেক চেষ্টার পর আমরা দ্বাদশ সমাবর্তনের একটা তারিখ পেয়েছি। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫। ছয় হাজারের বেশি রেজিষ্ট্রেশন হয়েছে। সবার সহযোগিতা কামনা করছি।’

এর আগে ২০২৩ সালে ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরে ওই বছর আর সমাবর্তন হয়নি। পরের বছর ২০২৪ সালের ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এবং সদ্য সাবেক দুই উপ-উপাচার্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সম্মতির অনুরোধ জানালে তিনি ওই বছরের ২৮ নভেম্বর সমাবর্তনে উপস্থিত থাকবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু ৫ আগস্টের পরে দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে ফের স্থগিত হয় এই সমাবর্তন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এইচআই

দ্বাদশ সমাবর্তন রাবি সমাবর্তন

বিজ্ঞাপন

আবহাওয়া যেমন যাবে আগামী ৩ দিন
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর