Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সংযোগ উচ্ছেদ, দৈনিক সাশ্রয় ১ কোটি হাজার ঘনফুট গ্যাস

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২২:৩৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৪১

তিতাস গ্যাস।

ঢাকা: গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে তিতাস। এতে করে প্রতিদিন এক কোটি ১৪ লাখ ৪০ হাজার ৮৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। যার মূল্য প্রায় ৫২ দশমিক ৩৫ লাখ টাকা।

সোমবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৭ হাজার ৮৯৬টি আবাসিকসহ মোট ১৮ হাজার ১২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪২ হাজার ৮৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেআর/ এইচআই

অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান তিতাস গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর