Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত চব্বিশের গণঅভ‍্যুত্থানের পরিপন্থি: এবি পার্টি

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২১:৫৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

ঢাকা: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতারা বলেছেন, ৬৫টি পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিম্নবিত্ত স্বল্প আয়ের নাগরিকদের ওপর এ ধরনের পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেওয়া চব্বিশের গণঅভ‍্যুত্থানের পরিপন্থি।

সোমবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, পার্টির সাবেক আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সদস্য সচিব এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নেতারা ভ্যাট বাতিলের দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগের লুটেরাদের মতো আচরণ আপনারা দেশের গরিব মানুষের সঙ্গে করবেন না। যেভাবে দিনকে দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, তার ওপর আবার নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে। তাতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।

প্রজাতন্ত্রের কর্মচারীদের বিলাসী সুযোগ-সুবিধা কর্তন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল বা কমানোর উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি রাষ্ট্রকে তার বাৎসরিক খরচ মেটানোর জন্য শুধুমাত্র প্রত্যক্ষ করের ওপর জোর দেবার তাগিদ দেন এবি পার্টির নেতারা। সেক্ষেত্রে রাষ্ট্রের আয় বাড়ানোর জন্য প্রত্যক্ষ করের ক্ষেত্র ও পরিধি বাড়ানো জরুরি বলেও তারা মনে করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদীদের আমলে লুটেরা ও ডিজিটাল মডেলের যে অকার্যকর অর্থনীতি নির্মাণ করা হয়েছে, তা শুধুমাত্র দুর্নীতিকে উৎসাহিত করেছে। একইসঙ্গে মূল্যস্ফীতি বাড়িয়েছে, প্রবৃদ্ধির মিথ্যা ছেলে ভুলানো গল্প তৈরি করেছে। যেখানে কোনো কর্মসংস্থান তৈরি হয়নি, বেকারত্ব বেড়েই চলেছে। তাই হাসিনা আমলের তথ্য-উপাত্ত সংশোধন করে আমাদের মাথাপিছু আয়, বার্ষিক দেশজ আয় ও প্রবৃদ্ধির হার, আমদানি-রফতানি, ঋণের আসল পরিমাণ জাতির সামনে তুলে ধরা দরকার। অসত্য ও মিথ্যাচারের ওপর ভিত্তি করে ও জোর করে দেশকে মধ্যম আয়ের দেশ বানাবার চেষ্টা হিতে বিপরীত হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এবি পার্টি নেতারা বলেন, ক্রমান্বয়ে কমিয়ে ভ্যাট ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করে আয়, উপার্জন ও মুনাফাভিত্তিক একক প্রত্যক্ষ কর নীতিমালা ও ব্যবস্থাপনা তৈরি করা দরকার। কম সামর্থ্যের নাগরিকদের ভোগান্তিকে পুঁজি করে বাজেট বাস্তবায়ন করবার আয়োজন— সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের সমাজ কায়েমের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

এবি পার্টি কর ও শুল্ক বাড়ানো চব্বিশের গণঅভ‍্যুত্থানের পরিপন্থি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর