Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবু সাঈদের পরিবারের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:৫২

ঢাকা: শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই-আগস্টের আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের পরিবার।

সোমবার (১৩ জানুয়ারি) আবু সাঈদের ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবরে এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবু সাঈদের পরিবার রংপুরে একটি অভিযোগ করেছেন। আমরা আগেও বলেছি লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি, তাই এ অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে তাহলে সেটা প্রপার আবেদন হবে।

তিনি আরও বলেন, আবু সাঈদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন। আজ তারা সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। তারা প্রাথমিকভাবে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান ও সেই ঘটনার সময় যারা ছিলেন তাদের কয়েকজন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এসআর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর