Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের স্বার্থে কাজ করুন, না হলে তারা ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২০:৩৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:০৫

সিপিবির প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স সরকারকে উদ্দেশ করে বলেছেন, দেশের মেহনতি শ্রমিক-কৃষক-ক্ষেতমজুরের দিকে নজর দিন। তাদের স্বার্থে কাজ করুন অথবা জনগণ আপনাদের সম্পর্কে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল ও প্রায় শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধির নামে জনগণের পকেট থেকে ১২ হাজার কোটি টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তিনি। এ ছাড়া তিনি বলেন, ‘গ্যাসের দামসহ অনেক পণ্যের ভ্যাট বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যহত হবে, বিনিয়োগ কমবে এবং কর্মহীন মানুষের সংখ্যাও বাড়বে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ জনগণের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠবে।’

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক লূনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার প্রমুখ।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। ভ্যাটের নামে পরোক্ষ কর বাড়ানোর মধ্য দিয়ে সাধারণ জনগণের পকেট কাটাত স্বৈরাচারী শাসকরা। এ সময় তিনি প্রশ্ন করেন— জরুরিভাবে টাকার প্রয়োজন হলে ধনীদের ওপর কেন প্রত্যক্ষ কর বসানো হচ্ছে না? যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের কাছ থেকে কর আদায়ে কেন বিশেষ ভূমিকা নেওয়া হচ্ছে না? কেন পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ ভূমিকা দেশবাসী দেখছে না?’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অনেকদিন ধরে দেশে বেকারত্ব বেড়ে চলছে। উচ্চ মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এ সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সরকার জনগণের দাবি অনুযায়ী রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে বিশেষ ভূমিকা নেবে। সরকার এ পথে না হেঁটে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে ভ্যাট বৃদ্ধি, সরকারি কর্মচারীদের প্রণোদনা দেওয়াসহ নানা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পকেট কাটার যে নীতি বেছে নিল তা দেশবাসী প্রত্যাখ্যান করছে। সরকারের অনেক উপদেষ্টা এবং প্রেস সচিব বলছেন, ‘‘এই ভ্যাটের বৃদ্ধি জনগণের ওপরে কোনো প্রভাব পড়বে না। আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই।’’

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এ কথা বলার মধ্য দিয়ে তারা সাধারণ জনগণের সঙ্গে রসিকতা করে চলেছে। সরকার সিন্ডিকেট ভাঙার দিকে নজর দেয় নাই। সাধারণ মানুষ মনে করছে তাদের সঙ্গে আপোষ করেই সরকার তার কার্যক্রম পরিচালনা করছে।’

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

নেতারা আগামী ২১-২৭ জানুয়ারি সিপিবির আহ্বানে সারা দেশে গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ করেন।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

রুহিন হোসেন প্রিন্স সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর