Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:০৫

প্রতীকী ছবি

খুলনা: জেলার পাইকগাছায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১)। এ সময় কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) নামের আরও একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রুহুল আমিন ও ফিরোজ মোল্লা পাইকগাছা মৎস্য আড়ত থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌঁছালে খুলনার দিক থেকে আসা হুসাইন গাজী বিচালী বোঝাই নছিমন গাড়ি অতিক্রম করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে কৈয়া বাজারে পৌঁছলে মারাত্মক আহত রুহুল আমিন ও ফিরোজ মারা যান।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবজেল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/ এইচআই

খুলনা সড়ক দৃর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর