ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২
১৩ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৭
বেনাপোল: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডে নামে দুইজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি। তারা নাশকতা মামলার আসামি।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তাদের ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছিল। এরআগে সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটক সুস্মিতা পান্ডে ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সত্যজিত পান্ডে- সুস্মিতা পান্ডের ভাই। তারা মাগুরা সদরের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করা হয়।
তারা দুইজনই ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামি। বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদেরকে ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসআর
ইডেন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার বেনাপোল ভারত যাওয়ার পথে গ্রেফতার