ইসির সঙ্গে ইউএনডিপি’র বৈঠক মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৭
১৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৪৭
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউএনডিপি’র একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, ইউএনডিপি নির্বাচন কমিশনকে কি ধরনের সহযোগিতা দিতে পারবে তা নিয়ে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জাতীয় নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। ইসির কোনো চাহিদা আছে কি না, থাকলে কী করে সহায়তা দিতে পারবে সংস্থাটি সে বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এর আগে, নভেম্বর ২১ নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর বিদেশিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের সঙ্গে বৈঠক করেছে ইসি।
সারাবাংলা/এনএল/ইআ